"স্বপ্ন-বিকাশ"

Monday, June 27, 2011

ধানের তুষ থেকে বিদ্যুৎ উৎপাদন


ধানের তুষ থেকে তৈরি বিদ্যুৎ পাল্টে দিচ্ছে বিহারের গ্রামাঞ্চলের চিত্র।
হাস্ক পাওয়ার সিস্টেমস নামে একটি বেসরকারি সংস্থা তাদের এই অভিনব প্রকল্পের জন্য এবছরের অ্যাশডেন পুরস্কারে ভূষিত হয়েছে। হাস্ক পাওয়ার সিস্টেমস- যার মাধ্যমে বিহারের প্রায় দু'লক্ষ গরিব মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে।
আর সব চেয়ে মজার ব্যাপার হল, এই বিদ্যুতের কাঁচামাল হল ধানের তুষ বা ওই জাতীয় বায়োমাস, বিহারের গ্রামেও এর কোনও অভাব নেই। ফলে উৎপাদনের খরচাও অনেক কম।

No comments:

lowhajong map